শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে গণ অনশন, অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের ব্যানারে বাগেরহাট শালতলা মোড়স্থ হরিসভা মন্দিরের সামনে সনাতন ধর্মীয় নেতারা এই কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সমাবেশে শেষে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী সোনা, হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা স্বপন দাস, স্বপন বিশ্বাস, লিটন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই ধরণের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।
খুলনা গেজেট/ এস আই

