করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় চার মাস বন্ধ ছিলো আন্তর্জাতিক ক্রিকেট। গত মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফের শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের মাটিতে এখন তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। ইংল্যান্ড বাদে অন্য কোন দেশ এখনও আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারেনি। তবে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের এই সিরিজের মধ্যে দিয়ে লঙ্কানরাও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাবে। এই সিরিজের মধ্যে দিয়ে ৬ মাসেরও বেশী সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর পাল্লেকেল্লেতে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। তবে আপাতত হোম সিরিজ নিয়ে ভাবতে পারছে না বিসিবি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর শুরুতেই দেশের মাটিতে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। শুধু জানুয়ারি না, টানা তিন মাস তিন দলকে আতিথ্য দিবে বাংলাদেশ।
আগামী বছর শুরুর প্রথম তিন মাসেই বাংলাদেশ সফরে আসবে তিন দল। দল তিনটি হলো শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর শুরুতেই জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই স্থগিত হয়ে যাওয়া সিরিজ গুলি আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত হয়ে যাওয়া সিরিজ নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ইতোমধ্যেই দুই সিরিজের সূচিও চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এখন পর্যন্ত স্থগিত হওয়া ঘরোয়া সিরিজগুলো বাদ যাবে না। নতুন করে সূচি করা হবে। শুধু অস্ট্রেলিয়া সিরিজের জন্য সময় বের করা যাচ্ছে না। আর সামনেরগুলো এখন পর্যন্ত ঠিকই আছে। ফেব্র“য়ারিতে আমরা নিউজিল্যান্ড যাবো।
জানুয়ারির ৪ তারিখে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে এবং তারপর মার্চে ওয়েস্ট ইন্ডিজ আসবে। সব পক্ষই খেলতে একমত হয়েছে। সূচি অনুযায়ী জানুয়ারিতে ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। মার্চে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের সূচি চূড়ান্ত হলেও ঘরের মাঠে ক্রিকেট ফেরাটা যে কঠিন সেটা মানছেন বিসিবি বস। সেই সাথে যদি বায়োসিকিউরিটি বাস্তবায়ন করতে হয় তবে সরকারের সহায়তা ছাড়া অসম্ভব প্রায় বলে জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এএমআর