যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা উস্কানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশের নাগরিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
এতে বলা হয়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, পুলিশ টহল জোরদার করা হয় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। কিন্তু, আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে গতকাল পর্যন্ত ৭২টি মামলা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং অপরাধের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
এ অবস্থায় যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা উস্কানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশের নাগরিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।