টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে হার দিয়ে। মূল পর্বে খেলতে হলে নামিবিয়া-নেদারল্যান্ডসের জন্য ম্যাচটি খুবই গরুত্বপূর্ণ। আজ বুধবার আবুধাবিতে লড়াইয়ে নামছে তারা। ম্যাচে টস জিতে বোলিংয়ে নামিবিয়া।
অবশ্য শক্তির বিচারে এগিয়ে নেদারল্যান্ডস। তবে কেউ কাউকে ছাড়তে নারাজ। নেদারল্যান্ডসের ওপেনিং ব্যাটার ম্যাক ওডোড বলেন, ‘নামিবিয়ার বিপক্ষে আগেও খেলেছি এবং তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। আমাদের এখন গিয়ে তাদের হারাতে হবে।’
প্রথম ম্যাচ হারলেও আত্মবিশ্বাস হারায়নি নামিবিয়া। তাই হার ভুলে নতুন করে মাঠে নামতে চায় তারা। দলের সেরা ব্যাটার ক্রেইগ উইলিয়ামস বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সমর্থন করছি, একইভাবে আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখা যাক ঐ ম্যাচগুলো আমাদের কোথায় নিয়ে যায়।’
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক ও’দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার গাটেন, ফ্রেড ক্লাসেন।
নামিবিয়া একাদশ
স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কুলজ।
খুলনা গেজেট/ এস আই