বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পর্ণ ভিডিও সংরক্ষণ ও সরবরাহের দায়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, সদর কোম্পানী, খুলনা এর একটি আভিযানিক দল খুলনার খালিশপুর এলাকা থেকে মোঃ নাসিম হোসেন বাবু (৩৩) কে গ্রেপ্তার করে। নাসিম খালিশপুর থানার কাশিপুর বাইতিপাড়া এলাকার আঃ সাত্তার হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে পর্ণ ভিডিও সংরক্ষণ ও সরবরাহের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে খালিশপুরের কাশিপুর সাকিনস্থ বাইতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পর্ণ ভিডিও সরবরাহকারী নাসিম হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, ২টি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি ইউএসবি হাব, ২টি কার্ড রিডার, একটি মেমোরি কার্ড, একটি মোবাইল, একটি সীমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় পর্ণগ্রাফী আইনে মামলা রুজু করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন