খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে সেনাকল্যাণ সংস্থার অনুদান

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত আট জনের পরিবারকে আর্থিক অনুদান এবং রিক্সা প্রদান করেছে সেনা কল্যাণ সংস্থা। বুধবার দুপুরে খুলনাস্থ সেনা কল্যাণ সংস্থার কার্যালয়ে হলরুমে নগদ অর্থ এবং একটি করে রিক্সাভ্যান প্রধান করেছেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ।

গত ১৩ জানুয়ারি ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় সেনাকল্যাণ সংস্থার একটি ট্রাকের সাথে মুখোমুখি নছিমনের সংঘর্ষে ঘটনাস্থলে আটজন নিহত এবং দুইজন আহত হয়েছিল। সেই সময় হতে সেনা কল্যাণ সংস্থা নিহতদের দাফন কাফন এবং আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করে ছিল।

বুধবার নিহত ৮ পরিবারকে ৫০ হাজার থেকে নগদ এক লাখ টাকা এবং একটি রিক্সা ভ্যান এবং আহতদের ৫০ হাজার টাকা এবং বিভিন্ন পন্য সামগ্রী প্রদান করেন। নিহতদের স্ত্রী, বাবা এবং আহত দুইজন নিজেরাই এই অনুদান গ্রহণ করেন।

নিহরা হলেন ঝিনাইদাহ শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম, রাব্বি মন্ডল, সাইদুর রহমান, মো: মানিক, জয়ফুল মন্ডল, আজাদ মন্ডল, মঞ্জু মন্ডল ও আনিসুর রহমান। আহত দুই জন একই এলাকার রিপন মন্ডল ও মেহেদী।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান বলেন, ২য় বিশ্ব যুদ্ধের সময় এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। ১৯৭২ সালে এক জুলাই রাষ্ট্রপতি এ প্রতিষ্ঠানের নামকরণ ফৌজি ফাউন্ডেশন হতে সেনা কল্যাণ সংস্থার রুপান্তর করেন। সেই থেকে এ পর্যন্ত ৪৯০ কোটি টাকা কল্যাণমুখী কাজে ব্যয় হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, কর্নেল ইফতেখারুল হক, ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম [নৌ-বাহিনী], কর্নেল শহিদ, গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ, কর্নেল মো: আনোয়ারুল ইসলাম, মেজর এস এম শামিম আহেমেদ খান প্রমুখ।

পরে নিহতদের স্মরণে পরে দোয়া কামনা করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!