সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে গাঁজা গাছসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে দু’টি গাঁজা গাছসহ মোঃ আলমগীর হাওলাদার(২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।

আটক মোঃ আলমগীর হাওলাদার সুগন্ধি গ্রামের মোহাম্মাদ হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশে গাঁজা গাছ চাষ করে আসছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আলমগীরকে বাগেরহাট সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

খুলনা গেজেট/ টি আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন