বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট ও মাঠ সংরক্ষণ কমিটির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট ও মাঠ সংরক্ষণ কমিটির উদ্যোগে খালিশপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেছেন শ্রমিক নেতা ও খালিশপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাওছার মৃধা ।

প্রধান অতিথির বক্তব্যে মৃধা বলেন, শুধু জুট ইনস্টিটিউটি নয় বারমাসিল কবরস্থানও শ্রমিকদের সম্পদ। যে কোন কিছুর বিনিময়ে আমরা সকলে মিলে শ্রমিকদের সম্পদ রক্ষা করব।

সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ বকুল বলেন, জুট ইনস্টিটিউট হল শ্রমিকদের সম্পদ। শ্রমিকদের অর্থায়নেই এই মাঠ ক্রয় করা হয়েছিল। এই মাঠ মুষ্টিময় কয়েকজন লুটপাট করে খাবে তা আমরা হতে দেব না।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, প্লাটিনাম জুট মিলসের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ক্রিসেন্ট জুট মিলস এর সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা গাজী মোশারেফ হোসেন, ইব্রাহিম আজিজুল, ইউনুস হাওলাদার, শেখ আব্দুর রহমান, আব্দুল রাজ্জাক খান প্রমূখ। সূত্র: খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন