গোপালগঞ্জে নছিমন ও পিকআপের সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পল্লীবিদুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৬), একই গ্রামের আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) ও রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০)। নিহতরা পুকুর থেকে মাছ কিনে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
গোপালগঞ্জ কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. তোফাজ্জেল হক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই তিন মাছ ব্যবসায়ী সদর উপজেলার উলপুরে একটি পুকুর থেকে মাছ ধরে নছিমনে করে বিক্রির জন্য চন্দ্রদিঘলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন। তাদের নছিমন পল্লীবিদ্যুৎ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঙ্গল মিত্র মার যান। পিকআপটি প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ মোড়ে জোবায়েরকে টেনে নিয়ে যায়। সেখানে জোবায়ের মৃত্যু হয়। আহত লিমনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ সময় নছিমন চালক সাদ্দাম কাজী (৩০) আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ওসি জানান, নিহতদের মরদেহ বর্তমানে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য নিহতদের স্বজনরা আবেদন করেছেন। অভিযুক্ত পিকআপচালককে আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে।
খুলনা গেজেট/এএ