দিঘলিয়া উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের মতবিনিময় সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক সমাচার পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামান, প্রাক্তন সভাপতি ও খুলনা গেজেট এর রিপোর্টার মোঃ একরামুল হোসেন লিপু, দৈনিক আজকের তথ্য ও যায়যায়দিন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি শেখ রবিউল ইসলাম রাজিব, দৈনিক বাংলার ডাক পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি শেখ শামীমুল ইসলাম, দৈনিক নওয়াপাড়া পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি কিশোর কুমার দে প্রমুখ।
মতবিনিময় সভায় কর্তব্যরত সাংবাদিকদের কলুষমুক্ত থেকে সাংবাদিকতার এ মহান পেশায় ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায়, অসত্য, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পেশাগত দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এনএম