মশিয়ালী গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন ওরফে জুয়েল শেখ (৪০) এবং মোঃ মুরাদুল ইসলাম ওরফে মুরাদ শেখ (৩২) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
শুক্রবার বিকালে ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে আসামীদের হাজির করলে মহানগর ম্যাজিট্রেট তরিকুল ইসলামের নিকট ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তারা ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো উল্লেখ্য করা হয়, গত ১৮ আগস্ট ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিরপাশা এলাকা হতে খানজাহান আলী থানার মামলা নং-১২ তাং-১৮/০৭/২০ খ্রিঃ, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩ /৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ ইকবাল হোসেন ওরফে জুয়েল শেখ (৪০) এবং মোঃ মুরাদুল ইসলাম ওরফে মুরাদ শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়। তারা দু’জন বহুল আলোচিত খানজাহানআলী থানাধীন মশিয়ালী গ্রামের হত্যা মামলার ৯ নং এবং ২১ নং এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত উল্লেখিত আসামীদের গত ১৮ আগস্ট হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
খুলনা গেজেট / এমএম