খুলনা ৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর পিতা মিয়া আব্দুল হামিদ ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে সকাল ১০টায় ১ম জানাজা শেষে মরহুমকে তাঁর খুলনার শিরোমনিস্থ নিজ বাসভবনে আনার পর রাত ৯টায় শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা গেজেট/ টি আই