বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুন্ডুতে দুর্বৃত্তদের হানায় ছয় লাখ টাকার পান নষ্ট, চাষীদের মাঝে আতঙ্ক

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাতের আঁধারে পানের বরজে কীটনাশক ছিটিয়ে পাঁচ কৃষকের অন্তত দুই বিঘা জমির ক্ষেতের পান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ নিয়ে এলাকার পানচাষীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছেন ওই কৃষকরা। গত এক সপ্তাহ ধরে শহরের বিরামপুর এলাকার মাঠে এই ঘটনা ঘটছে। এরই মধ্যে এ ঘটনা ঠেকাতে ও দুর্বৃত্তদের ধরতে রাত জেগে মাঠে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- ওই গ্রামের মানোয়ার হোসেন, জহুরুল ইসলাম, টিপু সুলতানা, জোয়াদ আলী ও আব্দুস সাত্তার।

কৃষক মানোয়ার হোসেন জানান, গত ৮ অক্টোবর রাতে গ্রামের মাঠে তার ৬ কাঠা বরজের পানের লতায় কীটনাশক ছিটিয়ে দেয় কে বা কারা। এতে পুরো ক্ষেতের পান নষ্ট হয়ে ঝরে পড়ে।

১০ অক্টোবর একই মাঠে কৃষক জহুরুল ইসলামের পাঁচ কাঠা পানের বরজে কীটনাশক ছিটিয়ে পান নষ্ট করা হয়। একইভাবে গত ১২ ও ১৩ অক্টোবর কৃষক আব্দুস সাত্তারের পাঁচ কাঠা, টিপু সুলতানের ১১ কাঠা ও জোয়াদ আলীর ১২ কাঠা বরজের পানক্ষেতে কীটনাশক দেওয়া হয়েছে। ফলে বরজের এসব পান মরে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পানের বরজ পরিদর্শন করা হয়েছে। এক ধরণের আগাছানাশক কীটনাশক ছিটিয়ে ওইসব বরজের পান নষ্ট করা হয়েছে।

ওসি আব্দুর রহিম মোল্লা জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন