খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বর্তমান সরকারের আন্তরিকতায় দেশের কৃষি বিপ্লব ঘটেছে। মাছ, মাংস, দুধ ও ডিমসহ কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষিবান্ধব দেশপ্রেমিক নেতা। তিনি দেশের সবুজ বিপ্লব ও কৃষি বিপ্লবের ধারণা দেন। সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তিনি কৃষি উন্নয়নের সূচনা করেন।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর বিএমএ মিলনায়তনে ‘নগরে খাদ্য নিরাপত্তা ও নগর কৃষি’ শীর্ষক বিভাগীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ এ পরামর্শ সভার আয়োজন করে ।
সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে। কিন্তু একটি মহল তা নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন অপরিকল্পিত আবাসনের কারণে কৃষি জমি নষ্ট হচ্ছে। সেজন্য কৃষিজমি রক্ষা করতে হবে। ছাদ কৃষি বা ছাদ বাগান নামে কৃষিতে একটি নতুন ধারা সূচিত হয়েছে। ছাদ কৃষিতে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা থাকে। এজন্য ছাদে গাছ লাগালে নিয়মিত পরিচর্যা করতে হবে।
কেসিসি কর্তৃক ময়ূর নদীসহ ২২ খালের জায়গায় নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। নদীর পাড় বাধাই এবং এলাকাটিকে বৃক্ষশোভিত করে চিত্তবিনোদনের জন্য গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
স্বেচ্ছাসেবী সংস্থা ক্লিন এর নির্বাহী পরিচালক হাসান মেহেদী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সভায় সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই