Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবনে ৪ টি নৌকাসহ অবৈধ চিংড়ি মাছ আটক

কয়রা প্রতিনিধি

 

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদের সহযোগী স্টেশন কর্মকর্তা আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি নৌকাসহ বিপুল পরিমাণ চিংড়ি মাছ আটক করা হয়েছে । এ সময়  অভিযানের খবর জানতে পেরে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, ২১ আগস্ট শুক্রবার ভোর রাতে পাথরখালী এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ এ সকল মাছ আটক করা হয়। আটককৃত মাছ নিলামের মাধ্যমে ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে এ সকল নৌকাসহ মাছ আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হকের নির্দেশে কয়রা টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল, নৌকাসহ প্রায় ১ মন বিষ দিয়ে মারা চিংড়ি মাছ আটক করে। আটককৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযানকালে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, বন প্রহরী রুবায়েত শামীম সহ স্টাফরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট / এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন