মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা, খেলছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিনবারের শিরোপাজয়ী চেন্নাইকে হারাতে পারলে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মত শিরোপা ঘরে তুলবে। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান।

জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচেও কলকাতা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ফাইনালের মহারণে ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেলকে দল বেছে নেয়নি, আস্থা রেখেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরই।

পরিবর্তন আসেনি চেন্নাইয়ের একাদশেও। উইনিং কম্বিনেশন ধরে রেখে মহেন্দ্র সিং ধোনির দলও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

একনজরে দুই দলের একাদশ

কলকাতা নাইট রাইডার্স : ভেঙ্কাটেশ আইয়ার, শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন।

চেন্নাই সুপার কিংস : রুটুরাজ গাইকোয়াদ, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন