সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর তিন বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে স্ত্রীর করা যৌতুক মামলায় সেলিম হাওলাদার (৩৫) নামের এক দিনমজুরকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোঃ নুরে আলম এই দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।

দন্ডাদেশ প্রাপ্ত সেলিম হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের মৃত মুনছুর হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে সেলিম হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে ২০১৬ সালের ০৭ ফেব্রুয়ারী সেলিম হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী। পরবর্তীতে একই বছর ৪ মে পুলিশ সেলিম হাওলাদারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন আদালতে। পরবর্তীতে দীর্ঘ শুনানী ও ৫ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১১(গ) ধারায় সেলিম হাওলাদারকে এই দন্ডাদেশ দেন আদালত।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন