সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে ৪ জনের মনোনয়ন জমা

রামপাল প্রতিনিধি

রামপালের রাজনগর ইউপিতে স্থগিত হওয়া নির্বাচনে রবিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী। আজই ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। পূর্বের দুই জনসহ এ নিয়ে ওই ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। এর আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু জনিত কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়।

মনোনয়ন জমা দেওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের সুলতানা পারভীন ময়না, স্বতন্ত্র প্রার্থী বদরুল হুদা হিরু, মো. মিজানুর রহমান ও আমিনুর রহমান। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ১০ আগষ্ট রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু’র মৃত্যু জনিত কারনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তার সহধর্মিণী কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের কাছে স্বামীর স্থলে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক প্রদানের পর তিনি রবিবার তার মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগ থেকে অনেক চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করলেও সরকারিভাবে জমাদানের শেষ দিনে তেমন কাউকে দেখা যায়নি।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন