দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার রাধাবল্লভপুর গ্রামের রাস্তায় বড়সড় ধস। অন্তত ৫০ বাড়ি নদী গর্ভে বিলীন। হোগল নদীর বাঁধ ভেঙে এই ভয়াবহ দুর্ঘটনা বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। থানা প্রশাসনের অফিসাররা ঘটনাস্হলে।গ্রামবাসীদের নিরাপদ স্হানে নিয়ে গিয়ে ত্রিপলের ছাউনিতে রেখে দেওয়া হয়েছে। তাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার বলে প্রশাসনিক অফিসাররা জানিয়েছেন। ঘটনাস্থলে যান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। আতঙ্কের কোনো কারণ নেই।
এদিকে গ্রামবাসীরা তাদের সীমাহীন ক্ষোভ দেখিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। তাদের অভিযোগ, প্রতিবছর হোগল নদীর বাঁধ মেরামতির কাজ ঠিকঠাক হয় না বলে গ্রামবাসীদের এই দুর্গতি।
খুলনা গেজেট/এএ