বাংলাদেশ রেলওয়ে খুলনার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেছেন, কোন দেশের উন্নয়নের প্রথম শর্ত যাতাযাত ব্যবস্থার উন্নয়ন। স্বল্প খরচে পরিবেশ বান্ধব ও উন্নত পরিবহন সেবা একমাত্র বাংলাদেশ রেলওয়ে নিশ্চিত করেছে। চলন্ত ট্রেনে
পাথর নিক্ষেপকারীরা দেশ জাতি ও জনগনের শত্রু। এ ব্যপারে এলাকাবাসিকে সচেতনতার সাথে পাথর নিক্ষেপকারীদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।
বুধবার বেলা ১১টায় দৌলতপুর রেলষ্টেশন চত্বরে অনুষ্ঠিত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, এলার্ম, চেইন কুলিং ও রেলপথে নাশকতা প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জিআরপি থানার ওসি মোল্যা মোঃ খবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুর বাজার উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোঃ কামাল। সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল, সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম খোকন, ব্যবসায়ী আসাদুজ্জামান, দৌলতপুর জিআরপি ফাড়ি ইনচার্জ অসীম কুমার দাশ, এসআই ফারুক হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই