বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ঘুষের টাকাসহ গ্রেপ্তার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ডুমুরিয়া উপজেলার খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ হোসেন। ফাইল ছবি

খুলনায় ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ডুমুরিয়া উপজেলার খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) জেলা বিশেষ জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর জন্য মামলাটি পৃথক আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। খুলনা জেলা বিশেষ জজ আদালতের মামলা নং- ১/২০।

জানা যায়, ৯ জানুয়ারি দুপুরে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘুষ হিসেবে নেওয়া নগদ এক লাখ টাকা জব্দ করেন দুদকের কর্মকর্তারা।

ডুমুরিয়া আঠারোমাইল এলাকার জামান অটো রাইস মিলের মালিক মো. কামরুজ্জামানের কাছে প্রতি কেজি চালে ৩ টাকা করে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। বিষয়টি কামরুজ্জামান দুদকে অবহিত করলে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ওই খাদ্য কর্মকর্তা আটক হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন