বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় পর্ণো ভিডিও সরবরাহের সরাঞ্জমসহ দু’জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব -৬ খুলনার একটি টিম পর্ণো ভিডিও সরবরাহের সরঞ্জামসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) তাদের দু’জনকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকার নোমানী মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, বোখারীয় পাড়া মাদ্রাসা গলির মোঃ ইদ্রিস আলী শেখের ছেলে মোঃ সোহেল শেখ ও লবনচরা থানা এলাকার মুনসুর হাওলাদারের ছেলে মোঃ কাইয়ুম হাওলাদার।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশে হরিণটানা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালায় দলটি। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হরিণটানা থানা এলাকার নোমানী মার্কেটের দু’টি দোকান থেকে বিভিন্ন ব্যক্তি ও পেশার মানুষের কাছে পর্ণো ভিডিও সরবরাহ করা হচ্ছে। র‌্যাব ওই মার্কেটের সোহেল হার্ডওয়্যার ও মা টেলিকম নামের দু’টি দোকানে অভিযান চালিয়ে সোহেল ও মোঃ কাউয়ুমকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পর্ণো ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত দু’টি কম্পিউটার সেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। তাদের দু’জনের বিরুদ্ধে হরিণটানা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন