খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আকাশসীমা বন্ধ ঘোষণায় ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান
  মহান মে দিবস আজ

মূল্যসূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো লেনদেন

গেজেট ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৩ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ৩৩১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট পরিবর্তন না হয়ে যথাক্রমে অবস্থান করছে ২৭৭৮ পয়েন্ট ও ১৫৯৪ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া ৩৭৬ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭৫ কোম্পানির এবং কমেছে ২৬৯ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে সূচক। সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৩৩ পয়েন্টে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!