র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ উজ্জ্বল কুমার পাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাত ৮টার দিকে নগরীর সদর থানার শঙ্খ মার্কেটের আজমেরী জামে মসজিদের নিচে কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কেএমপি খুলনার শঙ্খ মার্কেটে এক ব্যক্তি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পর্ণ ভিডিও সরবরাহ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সদর থানার শঙ্খ মার্কেটের আজমেরী জামে মসজিদের নিচে কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানের সামনে আভিযান পরিচালনা করে উজ্জ্বল কুমার পাল (৪১) কে গ্রেপ্তার করা হয়।
উজ্জ্বল কুমার বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জ পালপাড়া এলাকার মৃত বিনয় কৃষ্ণ পালের ছেলে। এ সময় পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, দুইটি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি পেন ড্রাইভ, চারটি কার্ড রিডার এবং দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কেএমপি খুলনার সদর থানায় পর্ণগ্রাফী আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম