খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

মঙ্গলবারের মধ্যে ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে

গেজেট ডেস্ক

কোভিড টিকার বৈশ্বিক কার্যক্রম কোভ্যাক্স-এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে। পৃথক তিন চালানে এসব টিকা দেশে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ সোমবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইন্স ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ আসবে এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে আরও ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।

দুই দিনে দেশে ২৫ লাখ আট হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাক্সিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবে।

এর আগে কোভ্যাক্স-এর আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ, দ্বিতীয় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!