দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাকি ৪ ইউনিয়নের মধ্যে জলমা বাদে তিন ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর।
এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে দৌঁড় ঝাপ শুরু হয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতিক পাওয়ার জন্য আওয়ামী লীগ সর্মথকদের মধ্যে লবিং গ্রুপিং এখন তুঙ্গে। উপজেলা সদর ইউনিয়ন ২নং বটিয়াঘাটা ইউনিয়নে নৌকার মাঝি হওয়া দৌড়ে ৪ প্রার্থী সোচ্চার।
এরা হলেন বর্তমান তিন বারের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের মানব সম্পদ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ বিশ্বাস, বটিয়াঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানষ পাল ও হুইপ পুত্র আওয়ামী লীগ নেতা পল্লব বিশ্বাস লিটু। ইতোমধ্যে তিন ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীর মনোনয়ন সম্পন্ন হয়েছে।
এর মধ্যে বটিয়াঘাটা ইউনিয়নের নৌকা প্রতিকের জন্য মনোনীত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানষ পাল দ্বিতীয় স্থানে রয়েছেন হুইপ পুত্র পল্লব বিশ্বাস লিটু, সুরখালি ইউনিয়নে আওয়ামীল নেতা ইউপি মেম্বর মাসুদ রানা, ভান্ডার কোর্ট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শিক্ষক আবুল কালাম আজাদ, দ্বিতীয় স্থানে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আলম হালদার, তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ নেতা শেখ ওয়াহিদুর রহমান। উপজেলা কমিটি নৌকার প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগ অফিসে প্রেরণ করছেন। জেলা আওয়ামী লীগ তাদের বিবেচনা মতে কেন্দ্রে নাম প্রেরণ করবেন।
যদিও ইতোমধ্যে অনুষ্ঠিত বটিয়াঘাটার উপজেলার গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়ন নির্বাচনে একমাত্র আমিরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মিলন গোলদারই জয়ী হতে পেরেছেন। অন্য দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিস্কৃত প্রার্থী আছাবুর রহমান আছাদ।
অন্যদিকে গঙ্গারামপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নৌকার প্রার্থী হাদিউজ্জামান হাদীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আসলাম হালদার। এবারের নির্বাচনে ও আওয়ামী লীগ থেকে যারা নৌকার প্রতিক পাবে না তারাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন।
গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে বহিস্কৃত প্রার্থীর মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের ব্যাপারে আওয়ামী লীগ কি ব্যবস্থা নেয় সেটার উপরেই নির্ভর করেছে ১১ নভেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কার্যক্রম।
খুলনা গেজেট/এনএম