খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

ওমান পৌঁছেছে টাইগার টিম

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাস্কাট বিমানবন্দরে পৌঁছায় মাহমুদুল্লাহর বাহিনী। একদিন রুম কোয়ারেন্টিনে থাকবে পুরো স্কোয়াড। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাহমুদুল্লাহর দলের ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমনের অপেক্ষায় থাকা সব ফ্লাইটের সূচিতেও বদল আসে।ফলে নির্ধারিত বিজি-০২১ ফ্লাইটটি ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করে রাত সাড়ে ১২টায় ঢাকা ছাড়েন টাইগাররা।

শনিবার দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই নমুনা দেয়ার কোনো সুযোগ ছিল না তাদের। একটানা চার দিনের অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন তারা। ১১ অক্টোবর থেকে পুনরায় অনুশীলন শুরু করবেন মুশফিক-সাকিবরা।

সংযুক্ত আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!