বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা জেলা স্কাউটস এর ১০ সদস্যের নির্বাহী কমিটি

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারকে সভাপতি, সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেনকে কমিশনার এবং দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামকে সম্পাদক করে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা শাখার আগামী তিন বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি মনোনিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসনক, খুলনা (শিক্ষা ও আইটিসি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম এবং কপিলমুনী সহচরী বিদ্যামন্দির এর প্রাক্তন প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন রংপুর সাড়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাগচী।
গত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলার নির্বাহী কমিটির বার্ষিক (ত্রৈ বার্ষিক) সাধারণ সভা ২ অক্টোবর বেলা ১১ টায় খুলনা জেলা স্টেডিয়াম এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন