Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালিশপুরে হাসিব হত্যাকান্ডে সম্পৃক্ত চারজন গ্রেফতার, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মোঃ হাসিবুর রহমান নিয়াজ হত্যাকান্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে খালিশপুর লাল হাসপাতালের বিপরীতে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের ওয়েটিং রুমে ঢুকে ১০/১৫জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসিবুর রহমান নিয়াজকে হত্যা করে। এতে জুবায়ের ও রানাকে গুরুতর জখম হয়।

আরও পড়ুন : খালিশপুরে ছাত্রলীগ কর্মী হাসিব খুনের নেপথ্যে দুই কারণ, ভিডিও ফুটেজে খুনিদের মুখ

কেএমপি’র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানিয়েছেন, হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সন্দেহে গ্রেফতারকৃতরা হল পৌরসভা মোড়ের মৃত আব্দুল কাদেরের ছেলে ইথুম (১৪), ২১৩নং রোডের ৭১নং বাসার গোলাম মোস্তফার ছেলে তুষার (২৩), পিপলস পাঁচতলা নতুন কলোনীর মোঃ নাজমুলের ছেলে সাকিব (২১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে নাঈমুর রহমান ফাহিম (১৮)। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত রাতে নিহতের পিতা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ২০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত্ব, বৃহস্পতিবার (২০আগস্ট) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে স্থানীয় তৈয়্যবা কলোনীর বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হাসিবুর রহমান নিয়াজ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্বরা। এঘটনায় রক্তাক্ত জখম খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের মোড় এলাকার বাসিন্দা মোঃ সানোয়ারের ছেলে মোঃ রানা (২৫) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন