জাতীয় মুফাসসির পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে `সন্ত্রাস ও উগ্রবাদ নয় ; সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক আলোচনা সভা ও ডায়েরি বিতরণ উৎসব আজ শুক্রবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
মুফাসসির পরিষদের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনা বিভাগের প্রধান উপদেষ্টা প্রখ্যাত আলেমেদ্বীন সৌদি মুবাল্লিগ খুলনা আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুনাওয়ার হোসাইন মাদানি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনা বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও খুলনা বিভাগের সেক্রেটারি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মাওলানা গোলজার হোসাইন এবং মহানগরী সহ সভাপতি খুলনা নেছারিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ডি এম নুরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালন করেন মহানগরী সেক্রেটারি মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনা মহানগরীর সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই