বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপল‌ক্ষে খুলনায় ক‌রোনা ভ্যাক‌সিন নি‌লেন এক লাখ ৪২ হাজার ৩৯২ জন‌

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপল‌ক্ষে খুলনা জেলায় দুই দি‌নে মোট এক লাখ ৪২ হাজার ৩৯২ জন‌কে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হ‌য়ে‌ছে। খুলনা সিভিল সার্জন দপ্তর সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ৪৯ হাজার আটশত ৫২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৫ হাজার একশত ৯৯ জন এবং মহিলা ২৪ হাজার ছয়শত ৫৩ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ১৮ হাজার নয়শত ২৯ জন এবং নয়টি উপজেলায় মোট ৩০ হাজার নয়শত ২৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ছয়শত ৭০ জন, বটিয়াঘাটায় পাঁচ হাজার তিনশত ৭০ জন, দিঘলিয়ায় নয়শত ৮৫ জন, ডুমুরিয়ায় আট হাজার সাতশত ৩৫ জন, ফুলতলায় আটশত ১৯ জন, কয়রায় সাতশত ৯৫ জন, পাইকগাছায় ১০ হাজার সাতশত ৯১ জন, রূপসায় এক হাজার ৩৩ জন ও তেরখাদায় এক হাজার সাতশত ২৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এরআ‌গে মঙ্গলবার খুলনায় ৯২ হাজার পাঁচশত ৪০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। যার মধ্যে পুরুষ ৪৪ হাজার তিনশত ৬৩ জন এবং মহিলা ৪৮ হাজার একশত ৭৭ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ১৯ হাজার দুইশত ১৬ জন এবং নয়টি উপজেলায় মোট ৭৩ হাজার তিনশত ২৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ছয় হাজার পাঁচশত ৪৫ জন, বটিয়াঘাটায় ছয় হাজার ২৭ জন, দিঘলিয়ায় ছয় হাজার দুইশত ৮২ জন, ডুমুরিয়ায় ১৫ হাজার সাতশত ২৭ জন, ফুলতলায় সাত হাজার ৫৪ জন, কয়রায় ১০ হাজার ছয়শত ৬২ জন, পাইকগাছায় সাত হাজার ছয়শত ৩৫ জন, রূপসায় ছয় হাজার একশত ১৭ জন ও তেরখাদায় সাত হাজার দুইশত ৭৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন