Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মারাত্মক বিভ্রাটে জিমেইল : বিশ্বের একাধিক দেশেই সমস্যা

নিজস্ব প্রতিবেদক

জিমেইলের মাধ্যমে মেইল পাঠাতে না পারা এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না । সম্প্রতি এমন সমস্যায় পড়েছে বিশ্বজুড়ে ব্যবহারকারী লাখ লাখ জিমেইল গ্রাহক। অনেকেই এই সমস্যা নিয়ে টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট দিচ্ছেন।

বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে বড় সার্চ ইঞ্জিন গুগলের মেইল আদানপ্রদান সেবা জিমেইল- এমন ভাবেও অনেকেই নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন।

বিশ্বের মত বাংলাদেশেও আজ ২০ আগষ্ট সকাল থেকে জিমেইলে বিভ্রাট শুরু হয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, শুধু জিমেইল থেকে মেইল অন্য কোথাও যাচ্ছে না এমনটিই নয়, অন্যান্য মেইল সেবা থেকেও মেইল করলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না।

কেউ কেউ তাদের জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না। গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছেন না। কেউ কেউ আবার ড্রাইভে আপলোড, ডাউনলোড, শেয়ার কিছুই করতে পারছেন না।

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অনেক দেশ থেকেই জিমেইলের এই বিভ্রাটের অভিযোগ এসেছে।

এদিকে এমন সব অভিযোগের সত্যতা স্বীকার করেছে গুগল।

গুগল অ্যাপস স্ট্যাটাস পেজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানায়, জিমেইল সম্পর্কিত একটি সমস্যা আমরা খতিয়ে দেখছি। শিগগিরই এ বিষয়ে আমরা আরও তথ্য জানাব।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন