বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অস্ত্রগুলিসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রাজীব শেখ (২৯) কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আড়ংঘাটা থানার গাইকুড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনের দক্ষিণ পার্শ্বে জনৈক খলিলুর রহমানের বাড়ীর সামনে থেকে মোঃ রাজীব শেখ (২৯) কে গ্রেপ্তার করা হয়। রাজীব একই এলাকার ইয়াসিন শেখের ছেলে।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত রাজীবের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মোঃ রাজীব শেখ (২৯) এর বিরুদ্ধে দুটি মাদকের মামলা, একটি চুরি মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলায় বিজ্ঞ আদালত মোঃ রাজীব শেখকে ২০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন