বরগুনার পাথরঘাটায় সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দুই দিনে দুটি ট্রলারডুবির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি।
তিনি জানান, মৃত জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা গ্রামের মো. ইব্রাহিম, মো. মনির ও গোলাম সরোয়ার।
মোস্তফা চৌধুরি জানান, মঙ্গলবার দুপুরে সাগরের আশারচর অংশে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ছিলেন ১১ জেলে। পাশেই মাছ ধরার আরেকটি ট্রলারের লোকজন আটজনকে জীবিত উদ্ধার করে।
মোস্তফা বলেন, খবর পেয়ে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ডুবুরি পাঠানো হয় সেখানে। বুধবার ভোরে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান মেলে। এর ভেতর থেকে বের করা হয় তিনজনের মরদেহ।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ শনাক্তে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর প্রভাবে সাগরে আরেকটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় একটি ট্রলারের মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা।
তিনি আরও জানান, জীবিত উদ্ধার হয়েছেন ওই ট্রলারের পাঁচ জেলে।
খুলনা গেজেট/এনএম