প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের এক লাখ ১৭ হাজার মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার ৭৫টি ইউনিয়নে ৭৫টি ও তিনটি পৌরসভায় এই টিকা দেওয়া শুরু হয়েছে। প্রতিটি টিকা কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভীড় ছিল। দুপুরের দিকে বাগেরহাট শহরের আদর্শ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় বৃষ্টি উপক্ষো করে মানুষের ভীড়। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সকলেই এসেছেন টিকা নিতে।
এদিকে সুষ্ঠভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জন প্রতিনিধিগণ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
টিকা নিতে আসা বিভিন্ন খাবার হোটেলে পানি সরবরাহকারী রেনু শিকদার বলেন, ‘গেল ২৬ আগস্ট রেজিষ্ট্রেশন করেছি, কিন্তু টিকা দিতে পারিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দিতে পেরে আমি খুব আনন্দিত’।
সোনা বড়ু, রুমা বেগম, পিয়ারাসহ কয়েকজন বলেন, প্রায় তিন থেকে চার ঘন্টা অপেক্ষার পরে টিকা পেয়েছি। অপেক্ষার পরেও যে টিকা পেয়েছি এ জন্য খুশি আমরা।
বাগেরহাট টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবুবকর সিদ্দিক বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে টিকা দিতে পেরে আমি খুব খুশি হয়েছি। তবে সবাইকে এক সাথে আসতে না বলে এলাকা উল্লেখ করে সময় দিলে ভীড় কম হত’।
বাগেরহাটের নবাগত সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলায় একদিনে এক লাখ ১৭ হাজার মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকে ৮২টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়া শুরু হয়েছে। আসা করছি আমরা লক্ষমাত্রা পূরণ করতে পারব।’
খুলনা গেজেট/ এস আই