৫ শতাধিক কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ্’ সার্বিকভাবে সফল হয়েছে বলে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মঞ্চের দাবি। কিষাণ মঞ্চের জাতীয় সম্পাদক অভীক সাহা বলেন, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্হান, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার কার্যত অচল হয়ে গেছে। এই বন্ধ কার্যত ‘সাধারণ ধর্মঘটে’ পরিণত। এই বনধকে সমর্থন করেছে ১৯টি জাতীয় দল, সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ছাত্র, যুব, মহিলা, খেতমজুর, সরকারি কর্মচারী ফেডারেশনসমূহ।
এদিকে এই বনধ পশ্চিমবঙ্গেও সাড়া ফেলেছে। বনধের সমর্থনে কলকাতা সহ রাজ্যের ২৩ টি জেলায় মিছিল বেরিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চা-বাগানের ও চা শিল্পাঞ্চল, আসানসোল-দূর্গাপুর, হাওড়া, হুগলি ও ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত অচল হয়ে যায়। জেলা স্তরে পরিবহণ চলেনি। কলকাতায় সামান্য কিছু বেসরকারি বাস চললেও যাত্রী ছিল খুব নগন্য। কলকাতায় বনধের সমর্থনে মৌলালি, এন্টালি, যাদবপুর , শ্যামবাজার মোড়, হাজরা মোড়, ধর্মতলা প্রভৃতি জায়গায় মিছিল হয়েছে। কলকাতার নিকটেই বানতলা বন্ধ ছিল। নিউমার্কেট এলাকা শুনশান ছিল।
খুলনা গেজেট/এএ