এসোসিয়েশন অব বিউটি সেলুন ওনারস (আবসো) সভাপতি সাদিয়া তাজমিন দোলার উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খুলনাতে বিউটি সেক্টরের সার্বিক উন্নয়নে আবসোর এই খুলনা জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে গঠিত কমিটির নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
খুলনা জেলা কমিটির কর্মকর্তারা হলেন, সংগঠনের সভাপতি আঞ্জুমান আরা মুন্নী, সাধারণ সম্পাদক রোকসানা জাহান, উপদেষ্টা আনোয়ারা খাতুন আন্না, সহ-সভাপতি তানিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক পলি দেবনাথ শম্পা, কোষাধ্যক্ষ সিনথিয়া দিবা, সংগঠনিক সম্পাদক রুমানা আফরোজ নেনসি, প্রচার সম্পাদক শারমিন সাথি।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, সোনিয়া ইসলাম শান্তা, জেসমিন আক্তার, হুমায়রা আহমেদ জিনিয়া, মাহাফুজা আক্তার আখি ও শান্তা ইসলাম।