খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

এবার সিনেমার গানে কণ্ঠ দিলেন লায়লা

বিনোদন ডেস্ক

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা সুলতানা ইয়াসমিন লায়লা। গানের শিরোনাম ‘কন্যা বিসর্জন’। নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

‘আমার মন ভালা না’খ্যাত গায়িকা লায়লা ‘আদম’ সিনেমার জন্য এই গানে কণ্ঠ দিয়েছেন।

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত লায়লা বলেন, ‘এই মুহূর্তে ভীষণ আনন্দিত আমি। সিনেমার গানে কণ্ঠ দেয়া যে কোনো শিল্পীর জন্য স্বপ্নের মতো। আমি সেই স্বপ্নের দেখা পেয়েছি। খুব চমৎকার অনুভূতির একটি গান। আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে।’

লায়লা বলেন, ‘প্রতিটি কণ্ঠযোদ্ধারই স্বপ্নের জায়গা প্লেব্যাক। আর আমার সে শুরুটাই এতটা অসাধারণভাবে হয়েছে। সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত (শনিবার) ২৫ সেপ্টেম্বর।

‘আদম’ সিনেমায় অভিনয় করেছেন ঐশী, রোহান, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, নাসরিন, রোদেলা হৃদ্যসহ অনেকে।

সিনেমাটি নির্মাণ করছেন আবু তাওহীদ হিরণ। লায়লার গাওয়া গানটি লিখেছেন তিনিই।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!