খুলনা, বাংলাদেশ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৫ শিশুসহ ৪৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বুধবার এ খবর জানিয়েছে।

ইউএনএইচসিআর বলছে, ওই নৌকায় ৮০ জনেরও বেশি মানুষ ছিল। এর মধ্যে ৩৭ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন। তাঁরা মূলত সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানায়, লিবিয়ার জওয়ারা উপকূলে নৌকার ইঞ্জিন বিস্ফোরণ হলে নৌকাটি ডুবে যায়। এবং পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃত্যু হয়।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অভিবাসীদের জন্য কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা না থাকলে ভূমধ্যসাগরে আরো প্রাণহানির ঘটনা ঘটবে।

এদিকে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ৩০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!