জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহানগরের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন তদারকি করা হয়। এ সময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ২টি ফিলিং স্টেশন তদারকি করা হয়। তেল পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স গোলাম হোসেন পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মি.লি ও পেট্রোলে ১৮০ মি.লি কম দেয়ার প্রমান পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
খুলনা গেজেট/ এস আই