Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা : আহত ২

নিজস্ব প্রতিবেদক

খালিশপুরে মো : হাসিবুর রহমান নিয়াজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জোবায়ের (২৫) ও মোঃ রানা (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক আসিফ ও তাঁর বন্ধুদের উপর হামলা চালায়।

খুমেক হাসাপাতাল সূত্রে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর হাবিবুর রহমানের ছেলে মো : হাসিবুর রহমান নিয়াজকে রাত ৯ টা ২৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার ডান হাতের মার সেলে ২ টা কোপ, ডান হাতের কনুর নিচে ও ডান পাশে গলায় কোপের চিহ্ন রয়েছে। এছাড়া বাম সাইডে পিঠে বড় কোপ ও মাথার মাঝখানে কোপের চিহ্ন।

এদিকে আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর মানষী বিল্ডিং মোড় এলাকার বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের এবং ৯ টা ৪৫ মিনিটে ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের মোড় এলাকার বাসিন্দা মোঃ সানোয়ারের ছেলে মো. রানাকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জোবায়েরের মাথার সামনে মাঝখানে, ডান/ বাম হাতের কব্জির উপরে ও ডান পায়ের গোড়ালীর নিচে কোপের চিহ্ন রয়েছে। আর রানার পিঠের ডান সাইডে উপরে কোপের চিহ্ন রয়েছে।

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন