খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

সাত বিভাগে গাড়ি চালানো শেখার সুযোগ নারীদের

গেজেট ডেস্ক

মহিলাবিষয়ক অধিদফতরের উপজেলা পর্যায়ে আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে দেশের সাতটি বিভাগীয় শহর ও পাবনা জেলায় নারীদের মোটর ড্রাইভিং ও বেসিক মেইনটেইনেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী দেড় বছরে আটটি কেন্দ্রে ত্রিশ জন করে ছয়টি ব্যাচে মোট এক হাজার ৪৪০ জন এ প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদ দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদফতরের আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম ও পরিচালক মনোয়ারা ইশরাত। বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কর্নেল মো. জাহিদ হোসেন ও জেনারেল ম্যানেজার মেজর মো. মোক্তারুজ্জামান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!