বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনের জের ধরে পরাজিত মেম্বার প্রার্থী জুলফিকার আলী শেখের(৫৫) দু’পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় হামলায় তার ছোট ভাই বেলায়েত হোসেন শেখ(৪৮) গুরুত্বর আহত হয়েছেন। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় জুলফিকার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিছমত জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন শেখের পরিবার জানান, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে জুলফিকার আলী শেখ মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়। ওই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ফুটবল প্রতিকের রুস্তুম আলী খা তার সমর্থনকারি ফারুক খা, রশিদ খাসহ ৭/৮ জনের একটি দল তাদের বাড়িতে এসে তার স্বামী ও ভাসুরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ‘কিছমত জামুয়া গ্রামে তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হলে মামলা নেওয়া হবে। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
খুলনা গেজেট/ এস আই