খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের যোগদান

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ বজলার রহমান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হি‌সে‌বে যোগদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয়ের সম্মতিক্রমে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ০৯-০৯-২০২১ তারিখের নিয়োগ পত্র স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৮.১১.০০১.২০১৫-২৩৭ মোতাবেক তাঁ‌কে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করা হয়।

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেললের যোগদানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আয়োজিত যোগদান অনুষ্ঠানে ভিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানের জন্য ড. বজলার রহমান চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বেগবান রয়েছে বলে তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও তিনি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য পালনে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলের কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়নতা এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সকলের সততা, একাগ্রতা, আগ্রহ, দায়িত্ব-কর্তব্য ও সম্মিলিত মেধা-মননশীলতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে যে কোন কঠিন সমস্যার মোকাবেলা করে সফলতা অর্জন করা সম্ভব।

ভিসিকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে ও অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. আবদুল্লাহেল বাকী, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তাজুল ইসলাম, বিজনেস এ্যাডমিনেসট্রেশনের বিভাগীয় প্রধান ফারজানা আক্তার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ইন-চার্জ) কাজী মোঃ আহসানউল্লাহ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত প্রমূখ।

নবাগত উপাচার্য তাঁর দক্ষতা, সততা, জ্ঞান, বিচক্ষণতার মাধ্যমে ও বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করে দেশের দক্ষিণাঞ্চলে এ বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করবেন, সভায় উপস্থিত সকলে এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!