খুলনার রূপসায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন অনুমোদনহীন দন্ত চিকিৎসককে শিক্ষাগত যোগ্যতা ও ডাক্তারী সনদ ব্যতীত চিকিৎসা প্রদান করার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর আনুমানিক বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-৬(সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল এবং খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় খুলনা জেলার রুপসা থানাধীন ৩ নং নৈহাটী ইউনিয়নের ইলাইপুর সাকিনস্থ ইলাইপুর মোড়ে আখি ডেন্টাল কেয়ার এ মোবাইল কোর্ট পরিচালনা করে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন মোঃ আলমগীর(৩৫), পিতা মোঃ খোকন শেখ, মাতাঃ নজিমন, গ্রামঃ জাবুসা, থানাঃ রুপসা, জেলাঃ খুলনা কে শিক্ষাগত যোগ্যতা ও ডাক্তারী সনদ ব্যতীত দন্ত চিকিৎসা প্রদান করার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। মোবাইল কোর্ট মামলা নং- ১৫৩/২১, তারিখ- ২২/০৯/২০২১।
খুলনা গেজেট/ টি আই