বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

হরিণটানায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে আহত ৯

নিজস্ব প্রতিবেদক

ট্রাক ও ই‌জিবাই‌কের মু‌খোমু‌খি সংঘর্ষে নয়জন আহত হ‌য়ে‌ছে। বুধবার (২২ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ১০ টায় হ‌রিণটানা থানাধীন জয়বাংলা মো‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে। আহতদের খুলনা‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

হ‌রিণটানা থানার অ‌ফিসার ইনচার্জ এনামুল হক জানান, সকাল ১০ টার দি‌কে জয়বাংলা মো‌ড় ঘুর‌ছিল এক‌টি ই‌জিবাইক। এ সময় বিপরীত দিক থে‌কে আসা এ‌ক‌টি ট্রাক ই‌জিবাইক‌কে স‌জো‌রে ধাক্কা দেয়। ই‌জিবাইকটি দুম‌ড়েমুচ‌ড়ে যায়। এ ঘটনায় ইজিবাই‌কের চালকসহ নয়জন আহত হয়। স্থানীয়‌দের সহায়তায় পু‌লিশ তা‌দের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়। ত‌বে ট্রাক চালক‌কে আটক কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

আহতরা হ‌লেন, মে‌হেদী হাসান, ম‌নির গাজী, এমদাদ শেখ, মিশকাত গাজী, র‌বিউল গাজী, টুকু গাজী, মুহসীন গাজী, হা‌মিদ শেখ ও খানজাহান আলী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন