খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

দিঘলিয়ার ৬ টি’র মধ্যে ৫ টিতেই হেরেছে আ’লীগের প্রার্থীরা

একরামুল হোসেন লিপু, দিঘলিয়া

ইউপি নির্বাচনে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৫ টিতে আঃলীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি হয়েছে। একমাত্র বারাকপুর ইউনিয়নে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে আঃলীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।

দিঘলিয়া সদর ইউনিয়নঃ এ ইউনিয়নে মটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আঃলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আঃলীগের কার্যকরী কমিটি থেকে বহিষ্কৃত প্রাক্তন তিন বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। এ ইউনিয়নে আঃলীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক মোল্যা ফিরোজ হোসেন।

সেনহাটী ইউনিয়নঃ এ ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আঃলীগ থেকে বহিষ্কৃত গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী। এ ইউনিয়নে আঃলীগের মনোনীত প্রার্থী ছিলেন প্রয়াত আঃলীগনেতা ও সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী আঃ হালিমের সহধর্মিণী, জেলা আঃলীগের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফারহনা হালিম।

গাজীরহাট ইউনিয়নঃ এ ইউনিয়নে মটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আঃলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আঃলীগ থেকে বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু। এ ইউনিয়নে আঃলীগের মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বর্তমান চেয়ারম্যান কামালউদ্দিন সিদ্দিকী হেলাল।

বারাকপুর ইউনিয়নঃ এ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আঃলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আঃলীগের সহ-সভাপতি বর্তমান চেয়াম্যান গাজী জাকির হোসেন। এ ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী ছিলেন বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনছার আলী।

যোগীপোল ইউনিয়নঃ এ ইউনিয়ন থেকে মটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আঃলীগের বিদ্রোহী প্রার্থী ও খানজাহানআলী থানা থেকে বহিষ্কৃত যুবলীগের আহবায়ক ও কেসিসি’র প্রাক্তন প্যানেল মেয়র মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। এ ইউনিয়নে আঃলীগ মনোনীত প্রার্থী ছিলেন খানজাহানআলী থাকা আঃলীগের সাধারণ সমপাদক ও বর্তমান চেয়ারম্যান শেখ আনিছুর রহমান।

আড়ংঘাটা ইউনিয়নঃ এ ইউনিয়ন থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার। এ ইউনিয়নে আঃলীগের প্রার্থী ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন আঃলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম জিবলু।

বারাকপুর ইউনিয়নঃ এ দিকে বারাকপুর ইউনিয়নের ১ টি কেন্দ্রে দু’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাড়া এ উপজেলার ৬ টি ইউনিয়নে সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সারাদিন মেঘলা আকাশ এবং সকালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল ৮ টায় ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো বেশি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!