খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঁচ হেলদি সিটি গড়ার তালিকায় খুলনা : কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নগরজুড়ে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেছে। আশার কথা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক পর্যায়ে বিশ্বের পাঁচটি শহরকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে যার মধ্যে খুলনা মহানগরীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সকল কার্যক্রম বাস্তবায়িত হলে নগরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সিটি মেয়র সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘প্রমোট হেলদি ডায়েটস এন্ড ফিজিক্যাল এ্যাকটিভিটি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

স্বাস্থ্য অদিদপ্তরের অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সেন্টার ফর ল’ এন্ড পলিসি এ্যাফেয়ার্স (সিএলপিএ), আইএলডিও, আর্ক ফাউন্ডেশন ও সিয়াম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীরচর্চা, কায়িক পরিশ্রম এবং নগরে তাজা শাক-সবজির জোগান নিশ্চিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা বৃদ্ধিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সিটি মেয়র আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর নগরী গড়ে তুলতে চাই। এ জন্য পর্যায়ক্রমে পর্যাপ্ত খেলার মাঠ, পায়ে চলার রাস্তা ও সাঁতার প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার সফল বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সিএলপিএ’র প্রোগ্রাম এডভাইজার আমিনুল ইসলাম বকুল-এর সভাপতিত্বে কর্মশালায় বিষয় ভিত্তিক বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, সিনিয়র সহকারী সচিব মুঃ বিল্লাল হোসেন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, পিপি এ্যাড. এনামুল হক, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোরশেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, প্লানার রেজবিনা খানম রিক্তা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা খান।

বক্তারা নগরে শাক-সবজি ফল বিক্রেতা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার বা ভ্রাম্যমান বিক্রয়ের সুযোগ দেয়াসহ বাড়ির ছাদে সবজি এবং ঔষধী গাছ চাষে উৎসাহিত করতে পৌরকর হ্রাসসহ মাষ্টারপ্লানে নগর কৃষি যুক্ত করার সুপারিশ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএলপিএ’র সেক্রেটারী এ্যাড. সৈয়দ মাহবুবুল আলম, স্বাগত বক্তৃতা করেন সংস্থার কনসালট্যান্ট ডা. এ এফ এম সারওয়ার এবং সঞ্চালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক মো: মাসুম বিল্লাহ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!