খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

দিঘলিয়ার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

একরামুল হোসেন লিপু, দিঘলিয়া

খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে ইউপি নির্বাচন-২০২১ আগামীকাল ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কর্ম পরিকল্পনা নির্ধারণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা হয়েছে।

একটানা ১২ দিন নির্বাচনী প্রচারণা গতকাল ১৮ আগষ্ট মধ্যরাত ১২ টা ১ মিনিটে শেষ হয়েছে। সেনহাটী ইউনিয়নের সেনহাটী এবং চন্দনীমহল গ্রামে নির্বাচনী সহিংসতা, দিঘলিয়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ হায়দার আলী মোড়লের কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান, পোষ্টার ছেঁড়া, পোষ্টার লাগাতে বাঁধা প্রদান, বারাকপুর এবং গাজীরহাট ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী/সমর্থকদের মৃদু হুমকি প্রদান ছাড়া উপজেলাধীন ৬ টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ছিলো শান্তিপূর্ণ। ১৮ সেপ্টেম্বর রাত ১২ টা ১ মিনিট থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খুলনা গেজেটকে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন।

এ দিকে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং শতভাগ বিশ্বাসযোগ্য করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দিঘলিয়া বারাকপুর, গাজীরহাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নাসিমা বেগম, সেনহাটী, আড়ংঘাটা, যোগীপোল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরীসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং ও সহ প্রিজাইডিং অফিসার, পোলিং ও সহ পোলিং অফিসারগণ সরকারী দায়িত্ব যথাযথ এবং নিরপেক্ষভাবে শতভাগ পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দিঘলিয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার জানান, অত্র থানায় মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৪ টি। ঝুঁকিপূর্ণ এ সব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অত্র উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ওয়ার্ড সংখ্যা ৫৪ টি। সর্বমোট ভোট কেন্দ্র ৬১ টি। ভোট কক্ষ বা ভোট গ্রহণের বুথের সংখ্যা ৩৬৫ টি। ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৭১৬ জন। মহিলা ভোটার ৬০ হাজার ৯৫৯ জন।

৬ টি ইউনিয়নের মধ্যে-

দিঘলিয়া সদর ইউনিয়ন: এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১ টি। ভোট কক্ষ বা বুথের সংখ্যা ৭২ টি। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৩২ জন। মহিলা ভোটার ১৩ হাজার ৪৬৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫ জন।

সেনহাটী ইউনিয়ন: এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪ টি। মোট ভোট কক্ষ বা বুথের সংখ্যা ৯৯ টি। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭৭৩ জন। পুরুষ ভোটার ১৭ হাজার ৫৮ জন। মহিলা ভোটার ১৬ হাজার ৭৩২ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন।

বারাকপুর ইউনিয়ন: এ ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। মোট ভোট কক্ষ বা বুথের সংখ্যা ৫৭ টি। মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৮৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৯২৪ জন। মহিলা ভোটার ৯ হাজার ৫৬১ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

গাজীরহাট ইউনিয়ন: এ ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। মোট কক্ষ বা বুথের সংখ্যা ৪৪ টি। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭২৫। পুরুষ ভোটার ৭ হাজার ৫৪০ জন। মহিলা ভোটার ৭ হাজার ১৮৫ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

যোগীপোল ইউনিয়ন: এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। মোট কক্ষ বা বুথের সংখ্যা ৫৯ টি। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৫৫ জন। পুরুষ ভোটার ১০ হাজার ১৭৯ জন। মহিলা ভোটার ৯ হাজার ৯৮৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন।

আড়ংঘাটা ইউনিয়ন: এ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। মোট কক্ষ বা বুথের সংখ্যা ৩৪ টি। মোট ভোটার ৯ হাজার ৭৪৪ জন। পুরুষ ভোটার ৪ হাজার ৭১১ জন। মহিলা ভোটার ৫ হাজার ৩৩ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!