তেলের পাইপ লিক হয়ে বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রিণ বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাগেরহাট, খুলনা ও মোংলা ইপিজেডের ৬টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এর আগে সকালে পৌনে দশটায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর নামক স্থানে প্লাইউড তৈরির ফ্যাক্টরিতে আগুন ধরে। আগুনের খবরে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগুনের খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ৪টি, খুলনা ফায়ার সার্ভিস ও মোংলা ইপিজেডের একটি করে ইউনিট আগুন নেভাতে কাজ করে। আড়াই ঘন্টা পরে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর পরে গ্রিণ বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডের কোন কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কেউ সাংবাদিক অথবা ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বলেনি। দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও আসেনি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। আগুনের ভয়াবহতার মাত্রা বেশি থাকায় খুলনা ও মোংলা থেকে দুটি ইউনিট এনেছি। ৬টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ফ্যাক্টরীটির বয়লারে তেল সরবরাহের পাইপ লিক হয়ে গরম তেল বের হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ পরিবর্তিতে তদন্তপূর্বক জানানো হবে।
খুলনা গেজেট/এনএম